বিনোদন

‘ঘটনা সত্য’ নাটক সব মাধ্যমে প্রচার বন্ধসহ ৬ শর্ত

স্টাফ রিপোর্টার

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:৪৯ অপরাহ্ন

সব মাধ্যমে প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন অভিনীত ‘ঘটনা সত্য’ নাটকটির। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। ঈদ উপলক্ষে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। নাটকটি প্রকাশের পর পরই তা নিয়ে বিতর্ক শুরু হয়। বিশেষ শিশুদের বাবা-মায়ের পাপের ফল হিসেবে মেসেজ দেয়া হয় নাটকের শেষাংশে। এ নিয়ে দর্শক ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। এবার নাটকের আন্তঃসংগঠনের এক জরুরি সভায় সিদ্ধান্ত নেয় ‘ঘটনা সত্য; নাটকটি কোনোভাবেই আর পরিবর্তন পরিবর্ধন করে ইউটিউবসহ অন্য যেকোনো মাধ্যমে প্রচার করা যাবে না। এ ছাড়া নাটকের আন্তঃসংগঠনের লিখিত বার্তায় ৬টি শর্ত দেয়া হয়। শর্তগুলো হলো ১. বিশেষ শিশুদের সামাজিক বিকাশ ও প্রচারণার জন্য এই প্রতিষ্ঠান (সিএমভি) আরও নাটক নির্মাণ করে তা প্রচার করবে। যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে এই নাটক/তথ্যচিত্র সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ২.‘ঘটনা সত্য’ নাটকটির শিল্পীদ্বয় (আফরান নিশো-মেহজাবীন) স্বতঃস্ফূর্তভাবে বিশেষ শিশুদের কল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী। সেইজন্য এই বিষয়ে তাদেরকে সহায়তা করা হবে। যাতে করে তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে প্রচার, প্রচারণার কাজে নিজেদের সম্পৃক্ত করতে পারে। ৩. এখন থেকে প্রযোজনা প্রতিষ্ঠান  নির্মাণ সংশ্লিষ্ট ১৫টি সংগঠনের সদস্য নন এমন কাউকে দিয়ে নাটক নির্মাণ করা থেকে বিরত থাকবেন। ৪. নাটক নির্মাণের আগে অবশ্যই নাটকের পাণ্ডুলিপি নিজ উদ্যেগে প্রিভিউ করবেন এবং নির্মাণের পর দক্ষ প্রিভিউ কমিটি তা অনুমোদন দেবেন। ৫. দেশে বিদ্যমান সম্প্রচার আইন ও নীতিমালা মেনে ভবিষ্যতে নাটক নির্মাণ এবং তা প্রচার করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status