বিনোদন
স্বাগতার আফসোস
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-৩০
ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন জিনাত শানু স্বাগতা। তবে এরমধ্যেও অভিনেত্রীর আফসোস থেকে যাচ্ছে বলে জানান। তার ভাষ্য, এই সময়ে কাউকে উচ্ছ্বাস নিয়ে বলার মতো চরিত্রে কাজ করতে পারছি না। প্রায় সব নাটকেই কাছাকাছি চরিত্রে কাজ করতে হয়। অভিনয় আমার পেশা। এর ওপর নির্ভর করেই আমাকে টিকে থাকতে হবে। তাই চরিত্রে গভীরতা না থাকলেও কাজ করতে হচ্ছে। তবে অপেক্ষায় থাকি ভিন্নধর্মী কাজের জন্য।