বাংলারজমিন

নবাবগঞ্জে দৃষ্টিনন্দন আশ্রয়ণ নিবাস

খালিদ হোসেন সুমন, নবাবগঞ্জ (ঢাকা) থেকে

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) এমপি সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক সহযোগিতায় আবাসনের মাটি ভরাটকরণসহ দ্বিতীয় পর্যায়ে দেশের সর্বোচ্চ দোহার-নবাবগঞ্জে ১১৬৪টি ভূমিহীন গৃহহীন পরিবার খুঁজে পেলেন মাথা গোঁজার স্থায়ী ঠিকানা। এসব ভূমিহীনরা পেয়েছেন মুজিব জন্মশতবাষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২ শতক জমিসহ সেমিপাকা ঘর। দোহারে ৩০৯টি ও নবাবগঞ্জে ৯২০টি পরিবারের মধ্যে ঘর প্রদান করা হয়। বাংলাদেশের আবাসনের প্রকল্পের মডেল হিসেবে জাতীয় পতাকার আদলে এই আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দেশের বিভিন্ন উপজেলা থেকে আমাদের সর্বোচ্চ বরাদ্দ দেন। প্রথম পর্যায়ে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ৭৭০টি ভূমিহীন, গৃহহীন সুবিধাবঞ্চিত পরিবার ঘর পেয়েছে। দ্বিতীয় পর্যায়ে নবাবগঞ্জ উপজেলায় সরকারিভাবে ৮৫টি, এমপির আর্থিক সহযোগিতায় ৬০টি এবং উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় আরও ৫টি ঘর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, এমপি মহোদয়ের সরাসরি দিকনির্দেশনা মোতাবেক কাজ পরিচালনা করা হচ্ছে যেন ঘরের গুণগত মান ঠিক রেখে কাজ করা হয়। প্রকৃত ভূমিহীন ও গৃহহীন স্থায়ীভাবে মাথা গোঁজার ও স্থায়ীভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করেছেন। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন আহমেদ ঝিলু বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হবে না বলে এমপি মহোদয় হুঁশিয়ারি করেছেন। দোহার ও নবাবগঞ্জ উপজেলার কর্মসূচি বাংলাদেশের মডেল হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি। এমপি মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক ডিজাইনে উপজেলার কৈইলাল ইউনিয়নের ১৪০টি ঘর নির্মাণ করা হচ্ছে যা ওপর থেকে দেখতে অনেকটা জাতীয় পতাকার আদলে। একই মৌজায় ২২০টি ঘর নির্মাণাধীন। নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রাণপ্রিয় নেতা সালমান এফ রহমানের নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। মুজিব শতবর্ষ উপলক্ষে বাস্তবায়িত কর্মসূচি সফল করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status