বাংলারজমিন

সংস্কারের তিন মাসেই সড়কে গর্ত ও জলাবদ্ধতা

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:২৫ অপরাহ্ন

 নরসিংদী বেলাব উপজেলার নারায়ণপুরে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাত্র তিন মাস আগে সড়কটি সংস্কার করার পর এ অবস্থা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সড়কটি পুনরায় সংস্কারের দাবি জানিয়েছেন তারা। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এ সড়কটির নাম শহীদ আতিক নুরু সড়ক।
জানা গেছে, বেলাব উপজেলা প্রকৌশল কার্যালয়ের অধীনে ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার প্রকল্পের আওতায় এক কোটি আশি লাখ আশি হাজার একশ’ আশি টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার করা হয়। সড়কটি মেরামত করেন এসটিএস ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মে মাসে সড়কটির কাজ শেষ হয়। কিন্তু কাজ শেষে তিন মাস যেতে না যেতেই সড়কটিতে দেখা দিয়েছে গর্ত, খানা-খন্দসহ একাধিক সমস্যা। সড়কের  কোথাও কোথাও উঁচু নিচু হওয়ায় জমাট বেঁধেছে পানি। সামান্য বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমে থাকায় দিন দিন উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই। আবার কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় একাধিক গর্ত। আরসিসি ঢালাইয়ের স্থানসহ বেশির ভাগ জায়গায় সড়ক সমান না করে করা হয়েছে উঁচু নিচু। ফলে প্রতিনিয়তই এ সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নারায়ণপুর বাজারের নিকটবর্তী তিনতলা নুরানী মসজিদের সামনে বড় গর্ত হয়ে পানি জমেছে। গর্তে পানি জমে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য পথচারীদের সচেতন করার লক্ষ্যে এলাকাবাসীর পক্ষে সড়কের বিভিন্ন স্থানে টানানো হয়েছে লাল নিশান। এছাড়াও ইসলামী ব্যাংকের সামনে সড়ক উঁচু নিচু হওয়ায় এবং নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সবসময় পানি জমে থাকে। পুরো সড়কের দুই পাশে নেই পানি সরানোর কোনো ড্রেন। এলাকাবাসী জানান, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে শতশত মানুষ ও যানবহন। তাছাড়া নারায়ণপুর বাসস্ট্যান্ড হতে পশ্চিমপাড়া হয়ে হিন্দুপাড়া পর্যন্ত মুক্তিযোদ্ধা মোহন সড়কও সংস্কার করা হয় না প্রায় ৪ বছর। এলাকাবাসী দুটো সড়কই নতুন করে সংস্কার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
মেসার্স এসটিএস ট্রেড ইন্টারন্যাশনাল ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আমজাদ হোসেন বলেন, আমি আজকেই মিস্ত্রি পাঠিয়েছিলাম কিন্তু সড়কে পানি থাকায় সেটা সংস্কার করা যায়নি। পানিটা একটু কমলেই আমরা সড়কটি মেরামত করে দেবো। বেলাব উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, মেরামতের পর যেসব স্থানে গর্ত রয়েছে এবং পানি জমছে সে স্থানগুলো আমরা পুনরায় সংস্কার করে দেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status