বাংলারজমিন

আটক সিএনজিচালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:২৪ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় মোবাইল কোর্টের অভিযানে আটক সিএনজি ও অটোরিকশা চালকরা জরিমানা দেয়ার বদলে খাদ্য সহায়তা পেয়েছেন।  উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এ সহায়তা দেন। গতকাল সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় লকডাউন লঙ্ঘন করার অভিযোগে পৌর এলাকার ৩৪টি সিএনজি ও অটোসহ চালকদের আটক করা হয়। কিন্তু এ সকল চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
অপরদিকে মোবাইল কোর্ট পরিচালনার সময় লকডাউন লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগে ৭টি মামলায় ৮২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট। উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন ছাড়াও সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status