বাংলারজমিন

করোনার রেড জোন রায়পুর পৌরসভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:২৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকাকে করোনার রেড জোন ঘোষণা করা হয়েছে। করোনার অতি সংক্রমিত এলাকায় পরিণত হওয়ায় এ ঘোষণা দেয়া হয়। উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ২৫০ জন। গতকাল সকাল ১১টা পর্যন্ত শুধুমাত্র পৌর এলাকাতেই হোম আইসোলেশনে আছেন ৭৫ জন। এতে পৌর এলাকাকে রেড জোন মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের কেউই সুস্থ হয়ে বাড়ি ফেরেননি। এ নিয়ে গত বুধবার করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর নেতৃত্বে উপজেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় রায়পুর উপজেলার সকল সড়ক এবং নৌপথের প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার সকল জনপ্রতিনিধি, রায়পুর থানা কর্তৃপক্ষ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ করা হয়। পাশাপাশি রায়পুরবাসীকে সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বাহারুল আলম বলেন, প্রতিদিনই রায়পুরে নতুন নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে পৌর এলাকায় সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ও হোম আইসোলেশনে আছেন। এ কারণে আমরা পৌর এলাকাকে রেড জোন হিসেবে বিবেচনা করছি। পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব-স্ব ওয়ার্ডের লকডাউন ও স্বাস্থ্যবিধি কার্যকর করতে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, প্রতিদিনই পৌর এলাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। জরিমানা আদায় করা হচ্ছে এবং জনগণকে সতর্ক ও সচেতন করা হচ্ছে। তারপরও অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। অসহায় ও কর্মহীন মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হলেও সচেতনতা মানছেন না অনেকে।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status