বাংলারজমিন

ময়মনসিংহে লকডাউনের ৬ দিনে ২০৩৫ মামলা ১২ লক্ষাধিক টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৩০ জুলাই ২০২১, শুক্রবার, ৭:২৩ অপরাহ্ন

চলমান লকডাউন সফল করতে ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত ৬ দিনে জেলায় দুই হাজার ৩৫ মামলার বিপরীতে ১২ লাখ ৯৯৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বুধবার রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় জেলা প্রশাসনের অভিযানে ৭২টি মামলায় ৩৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রশাসন ১৩৪টি মামলায় জরিমানা ৯২ হাজার ৪২০ টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশন ৫২টি মামলায় ২০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি করপোরেশন গত বুধবার দিনভর অভিযান চালিয়ে- ২৫৮টি মামলায় ১ লাখ ৫২ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করা করেছে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ জন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোট ৫২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুরো ময়মনসিংহ জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করছেন। গত ২৩শে জুলাই থেকে গত বুধবার রাত পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে দুই হাজার ৩৫টি।
জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনী অভিযান পরিচালনায় সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কাজ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status