খেলা

রেকর্ড গড়ে সোনা জিতলেন ড্রেসেল

স্পোর্টস ডেস্ক

২০২১-০৭-২৯

ফ্রিস্টাইল শেষে চোখে-মুখে উচ্ছ্বাসা কেলেব ড্রেসেলের। স্কোরবোর্ডে তাকিয়ে আনন্দে ফেঁটে পড়েন এই মার্কিন সাঁতারু। টোকিও অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়ে সোনা জিতলেন ড্রেসেল। দশমিক ৩ সেকেন্ড কম সময় নিয়ে ভাঙলেন এইমন সুলিভানের রেকর্ড।

বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ৪৭ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন ড্রেসেল।
এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪৭ দশমিক ০৫ সেকেন্ড টাইমিংয়ে রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ান সাঁতারু এইমন সুলিভান।

অলিম্পিকসে প্রথমবারের মতো একক ইভেন্টে স্বর্ণ পদক জিতলেন ড্রেসেল। গত আসরে দলগত ইভেন্টে দুটি স্বর্ণ জিতেছিলেন তিনি।

ড্রেসেলের চেয়ে দশমিক ৪ সেন্ডে সময় বেশি নিয়ে রৌপ্য পদক জিতলেন চ্যালমার্স। রাশিয়ার (আরওসি) ক্লিমেন্ত কোলেসনিকভ ৪৭ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে পান এই ইভেন্টের ব্রোঞ্জ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status