বিশ্বজমিন

রাজনীতি থেকে সরে যাচ্ছেন জারেড কুশনার!

মানবজমিন ডেস্ক

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১:০৪ অপরাহ্ন

রাজনীতি থেকে সরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার! পরিকল্পনা করছেন নিজের একটি বিনিয়োগ বিষয়ক ফার্ম পরিচালনার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তার পরিকল্পনা সম্পর্কে জানেন এমন সূত্রগুলো এ সম্পর্কে তথ্য দিয়েছেন। এতে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে তিনি রাজনীতি থেকে ছুটিতে যাচ্ছেন। উল্লেখ্য, কুশনার কোম্পানিজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জারেড কুশনার। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা পালন করেছেন। ফলে বিশেষজ্ঞরা মনে করেছিলেন, তিনি রাজনীতিতে পাকাপোক্ত আসন করে নিচ্ছেন। কিন্তু তা সম্ভবত এখন আর হচ্ছে না। তিনি বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন। এর নাম হবে ‘অ্যাফিনিটি পার্টনার্স’। এর প্রধান কার্যালয় হবে মিয়ামিতে।

ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে বিয়ে করেছেন জারেড কুশনার। তিনি ইসরাইলেও একটি আঞ্চলিক অফিস খোলার চেষ্টা করছেন। সেখান থেকে ইসরাইলের অর্থনীতি, ভারত, উত্তর আফ্রিকা এবং উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের সঙ্গে সংযুক্ত থাকা যাবে। এ পরিকল্পনা সম্পর্কে জানেন এমন দু’জন ব্যক্তি এসব তথ্য দিয়েছেন। তবে ওই সূত্রগুলো বিনিয়োগকারীদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি। তারা জানিয়েছেন, কুশনারের ওই ফার্ম এখনও পরিকল্পনাধীন।

ওদিকে হোয়াইট হাউজের অভিজ্ঞতা নিয়ে বই লেখার জন্য পরিবারসহ গত ৬ মাসে মিয়ামিতে সময় কাটিয়েছেন জারেড কুশনার। ধারণা করা হচ্ছে তার ওই বই আগামী বছরের শুরুর দিকে প্রকাশ হতে পারে। তিনি ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে ৬ মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করেন। একই সঙ্গে তিনি নতুন করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তিতে সমঝোতায় সহায়তা করেন। শ্বশুর ট্রাম্পের সঙ্গে এখনও তার আছে ঘনিষ্ঠ সম্পর্ক। সূত্রগুলো বলেছেন, তা সত্ত্বেও একবার বেসরকারি খাতে প্রবেশ করার মাধ্যমে অদূর ভবিষ্যতের জন্য রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন কুশনার।

উল্লেখ্য, ৬ই জানুয়ারি ট্রাম্পের সমর্থকদের ইউএস ক্যাপিটলে ভয়াবহ নৃশংস হামলার জন্য রিপাবলিকান পার্টি বিভক্ত হয়ে পড়েছে। ট্রাম্প মিথ্যা দাবি করেছেন যে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনকে পরাজিত করেছেন। এ নিয়ে জারেড কুশনার অবশ্য খুব সোচ্চার হননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status