বিশ্বজমিন

‘বিজেপি আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুদসহ কাশ্মীরের অধিকার ফেরত দিতে হবে’

মানবজমিন ডেস্ক

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১২:৫৪ অপরাহ্ন

ভারতে ক্ষমতাসীন বিজেপিকে ‘আধুনিক সময়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি। বুধবার তিনি বলেছেন, ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীরে জনগণের কাছ থেকে অবৈধভাবে যা ‘ছিনিয়ে’ নেয়া হয়েছে, তা সুদসহ ফেরত দিতে হবে। দলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনভেনশনে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের মর্যদা ও অধিকারের জন্য আত্মসম্মানের সঙ্গে শান্তির পক্ষে কথা বলবে তার দল। একই সঙ্গে লড়াইও করবে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

মেহবুবা মুফতি বলেন, দুর্ভাগ্যজনক হলো ভারতে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যকে বিভক্ত করে দেয়া হয়েছে। ভারত বা তার সংবিধান এ কাজ করেনি। এটা করেছে একটি একক দল। জম্মু ও কাশ্মীরের জনগণের পরিচয় অবৈধভাবে কেড়ে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, জম্মু ও কাশ্মীরের পরিচয়ের জন্যই শুধু পিডিপি লড়াই করবে এমন না। একই সঙ্গে কাশ্মীর বিরোধের রেজ্যুলুশন নিয়েও লড়াই করবে। এ সময় তিনি ক্ষমতাসীন বিজেপির কড়া সমালোচনা করেন। বলেন, তারা দেশের গণতান্ত্রিক রীতি এবং প্রতিষ্ঠানকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status