বিনোদন

মাস্ক ছাড়া রক্তদান শিবিরে যোগদান, বিতর্কে সুমিত

বিনোদন ডেস্ক

২০২১-০৭-২৯

কিছুদিন আগেই করোনার সময় লকডাউনে শুটিং বন্ধ থাকা ও সিনেমা হল বন্ধ থাকা নিয়ে নিজের মতামত জাহির করেছিলেন সুমিত। 'আমাদের পিএফ, পেনশন কিছু নেই! পারলে পাশে থাকুন, সুমিতের এই কাতর আর্জি শুনে মন কেঁদেছিল অনেকেরই। তবে, সম্প্রতি মাস্ক ছাড়াই তিনি হাজির হয়েছিলেন এক রক্তদান অনুষ্ঠানে। এমনকি, নিজের মাস্ক না পরার পক্ষে যা যুক্তি দেন, তা শুনে অবাক হয়েছেন সকলেই। সম্প্রতি ভাঙড়ের এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল ‘ভাঙড় এখন’ পত্রিকা ও ভাঙড় নবোদয় সমিতি। আর করোনার সময় চিকিৎসকরা যার ওপর সব থেকে বেশি জোর দিচ্ছেন, অর্থাৎ মাস্ক ছাড়াই সেই রক্তদান শিবিরে যোগদান করে বিতর্ক তৈরি করলেন অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, মাস্ক ছাড়া মঞ্চে বক্তৃতাও রাখেন তিনি। মহামারীর সময় যখন দেশে এখনও হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন, সেখানে জনপ্রিয় অভিনেতার এমন ব্যবহার হতবাক করেছে সকলকে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন বাংলা সিনেমার একসময়ের এই জনপ্রিয় খলনায়ক। আর রক্তদান অনুষ্ঠানে তারকার আগমনে অনেক তার সঙ্গে ছবি তোলেন, কথা বলেন, হাত মেলান। এসব সত্ত্বেও মুখে মাস্ক পরেননি। বরং সে নিয়ে প্রশ্ন করা হলে সুমিত বলেন, মাস্কে করোনা আটকায় না। বরং বেশিক্ষন মাস্ক পরে থাকলে ফুসফুসের ক্ষতি হতে পারে। আমি আজ পর্যন্ত মাস্ক পড়িনি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status