দেশ বিদেশ

টিকার জন্য বিদেশে পড়ুয়া ২২,২১৭ শিক্ষার্থীর আবেদন

কূটনৈতিক রিপোর্টার

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৯:২৩ অপরাহ্ন

বিদেশে পড়তে যাওয়া ২২ হাজার একশ’ ১৭ শিক্ষার্থী টিকা পেতে আবেদন করেছেন। গতকাল পর্যন্ত ১৯ হাজারের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ১০ হাজারের মতো শিক্ষার্থী এরইমধ্যে টিকা গ্রহণ করেছেন। বাকিরা তথ্যের ঘাটতি কিংবা টিকা গ্রহণ সংক্রান্ত শিডিউলের অপেক্ষায় রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনো কিছু শিক্ষার্থী নিবন্ধন করতে পারেননি মর্মে রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে ৩১শে জুলাই পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। এ সংক্রান্ত গণ নোটিশ আগেই জারি হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, নির্ধারিত সময়সীমার মধ্যে বিদেশপড়ুয়া সব শিক্ষার্থীর নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারা শিডিউল মতো টিকা গ্রহণ করতে পারবেন। মন্ত্রণালয় জানায়, আগের নির্দেশনা অনুযায়ী ২৭শে জুলাই ছিল নিবন্ধনের শেষ তারিখ। ওই সময় পর্যন্ত ২২ হাজার ২১৭ জন বিদেশগামী শিক্ষার্থী নিবন্ধন করেছেন জানিয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গতকাল বলেন, নিবন্ধিত ১৯ হাজার ৬৪৯ জনের তথ্যাবলী ভেরিফাই করে এরইমধ্যে আইসিটি বিভাগে পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে রিপোর্ট এসেছে। মোট আবেদনের মধ্যে এক হাজার ২১১টি আবেদন অসম্পূর্ণ বা সন্দেহজনক থাকায় তাদের পুনরায় সঠিকভাবে আবেদন করতে নির্দেশনা দেয়া হয়েছে। আগস্টের মধ্যেই বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেন বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবেদনকারীদের মধ্যে চীনে পড়তে যাচ্ছে ৮ হাজার ৫শ’ ৭৫, কানাডায় ২ হাজার ৭শ’ ৯২, ভারতে ১ হাজার ৭শ’ ৯০, বৃটেনে ১ হাজার ৮শ’ ৩৬, জার্মানিতে ১ হাজার ৩শ’ ৬৩, মালয়েশিয়ায় ১ হাজার দু’শ ৩৫, যুক্তরাষ্ট্র ৬শ’ ৪১ জন। এদিকে টিকা নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের সহকারী সচিব তাসনিমা ইফফাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়- বিদেশে অধ্যয়নরত এবং গমনেচ্ছু বাংলাদেশি শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত নতুন পরিপত্র অনুযায়ী ৩১শে জুলাই বিকাল ৫টার মধ্যে নিবন্ধন করতে হবে। অন্যথায় সময়সীমা পার হওয়ার পর আর কোনো আবেদন গৃহীত হবে না। এখনো যারা আবেদন করেননি কিংবা যাদের তথ্যের ঘাটতি রয়েছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি)সহ প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যানপূর্বক আবেদন করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status