বাংলারজমিন

দোয়ারাবাজারে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট নারী ও শিশুসহ আহত ১৫

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৯:২১ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সন্ত্রাসী কায়দায় নিরীহ ৪ পারিবারে বাড়িঘরে হামলা, মারধর ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। গতকাল ভোরো উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই ও নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওইদিন ভোরে ঘুমন্ত নিরীহ পরিবারের ওপর উপর্যুপরি হামলা চালিয়ে দেশি অস্ত্র এবং দা দিয়ে কুপিয়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জনকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।  স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রসরাই গ্রামের আবুল কাশেমের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের গোলাপ মিয়া ও ইয়াকুব আলীর। এরই জেরে ভোর রাতে গোলাপ মিয়ার নেতৃত্বে লাঠিয়াল বাহিনী আবুল কাশেম ও তার ৩ আত্মীয়ের বাড়িঘরে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কোপাতে থাকে এবং হামলার পূর্বে আবুল কাশেমের বসতঘরের সিসিটিভির তার কেটে বাড়িঘর তছনছ করে এবং বেধড়ক মারপিট করে। অন্যদিকে একইভবে নোয়াপাড়া গ্রামে আবুল কাশেমের আত্মীয়দের টিনের ছাউনির আরও ৩টি ঘর ভেঙে তছনছ করে দেয়। এ সময় ১টি মোটরসাইকেলসহ নগদ অর্থ, আসবাবপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এই ঘটনায় প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত জহুর আলী (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিপক্ষের হামলায় অন্য আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুছ সালাম, রহিমা খাতুন, ফুল নেহার, ফুল মেহের, রায়হান, সামিয়া, আরব আলী, রমিজ উদ্দিন, সাহাব উদ্দিন, রমিজ উদ্দিন, জরিনা, আবুল কাশেম, আকি নুর, সানজিদা, শহিদ মিয়া, জুনায়েদ প্রমুখ।
আবুল কাশেমের মা শতবর্ষী ফুল মেহের বলেন, গোলাপ তার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি তখন ফজরের নামাজ পড়তে বসেছি এ সময় লাঠি সুলফি এবং ইট পাথর নিক্ষেপ করতে থাকে। ঘরের দরজা ও কাঁচের জানালা ভেঙে ইট ও অস্ত্র আসতে থাকে। আমি চৌকাঠের ভেতর লুকিয়ে প্রাণ বাঁচাই। ক্ষতিগ্রস্ত জরিনা বেগম বলেন, ঘুম থেকে ওঠার পরই গোলাপের নেতৃত্বে ৪০/৫০ জন ঘর ভাঙচুর করতে থাকে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। বীর মুক্তিযোদ্ধা আবদুছ সালাম বলেন, ভোরে গোলাপ তার লাঠিয়াল বাহিনী নিয়ে এসে আমাদের উপর হামলা করে। পুলিশ আসার পূর্ব পর্যন্ত আমরা ঘরবন্দি হয়ে থাকি।
আবুল কাশেম জানান, জমি নিয়ে বিরোধের পর তাদের সঙ্গে নিষ্পত্তি হয়। এ নিয়ে মামলা-মোকদ্দমা নিষ্পত্তি হয়ে উচ্চ আদালতের রায়ে জমি ভোগ দখল করে আসছি। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষ জমির দখল ছেড়ে দিতে আমাকে হুমকি দেয়া শুরু করে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা চাইলে দুই পক্ষকে ডেকে কোনো প্রকার সংঘর্ষে না জড়াতে নির্দেশ দেন। এর একদিন পর তারা ভোর রাতে আমাদের উপর হামলা চালায়।  
লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করার জন্য গতকাল সকালে বিচার সালিশ বসার কথা ছিল। কিন্তু একটা পক্ষ অন্যায়ভাবে নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও বাড়িঘর তছনছ করে। আমি দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।  
এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে মারধর ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status