বাংলারজমিন

জেলায় একদিনে ২২৫ জন শনাক্তের রের্কড

মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে:

২০২১-০৭-২৯

দিন দিন বাড়ছে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত সীমান্তবর্তী মৌলভীবাজার জেলায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার শুরুর দিক থেকে জেলায় পিসিআর ল্যাব ও আইসিউ বেড সংকট নিয়ে স্থানীয়দের সোচ্চার দাবি এখনো হয়নি বাস্তবায়ন। আর প্রতিদিনই মৃত ও আক্রান্তের পরিসংখ্যান বাড়ায় জেলাজুড়ে হাসপাতালেও করোনা রোগীদের চিকিৎসার জন্য এখন শয্যারও চরম সংকট দেখা দিচ্ছে। প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একইসঙ্গে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
সিলেটের শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। নতুন শনাক্ত ২২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১৯ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৩০ জন, বড়লেখার ২১ জন, কুলাউড়ার ৪৩ জন, রাজনগরের ১০ জন। সর্বশেষ একদিনে জুড়ী উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৫ হাজার ১০৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status