দেশ বিদেশ

কথিত বাংলাদেশি প্রসঙ্গে মিজোরাম-আসামের মুখ্যমন্ত্রীর পাল্টাপাল্টি

মানবজমিন ডেস্ক

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৭ অপরাহ্ন

আসাম-মিজোরাম সীমান্তে ‘গৃহযুদ্ধ পরিস্থিতি’তে কথিত বাংলাদেশিদের টেনে এনেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থুউংমা। তিনি অভিযোগ করেছেন, কথিত বাংলাদেশি অভিবাসীরা মিজোরাম সীমান্তে প্রবেশ করেছে আসাম থেকে। তারপর তারা সেখানে বসতি স্থাপনের চেষ্টা করছে। একটি নিউজ চ্যানেলকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেকান হেরাল্ড। ওই টিভি চ্যানেলকে তিনি বলেছেন, আসামে বসবাসকারী (কথিত) বাংলাদেশি অভিবাসীরা আমাদের ভূমি দখল করে তাতে বসতি স্থাপনের চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, আসাম পুলিশের গুলির প্রতিশোধ নিতে সোমবার মিজোরাম পুলিশ গুলি ছুড়েছে। এতে আসামের ৫ পুলিশ সদস্য নিহত ও ৪২ জন আহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে আসাম-মিজোরাম সীমান্ত এলাকায়। এই সীমান্ত আসামের কাছার জেলা এবং মিজোরামের কোলাসিব জেলাকে আলাদা করেছে।  জোরাম থুউংমার অভিযোগ সম্পর্কে কয়েক ঘণ্টা পরে আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, মিজোরাম থেকে আসা ব্যক্তিদেরকে নিজের সংরক্ষিত বন দখল নেয়া বন্ধ করার চেষ্টা করেছে শুধু আসাম। তার ভাষায়- আমরা বনভূমিতে কোনো মানুষকেই বসতি স্থাপন করতে দিতে পারি না। বন বিষয়ক আইনের অধীনে তা করতে দিতে পারি না আমরা। যদি তারা বলেন, বনের কাছে বসবাসকারীরা বাংলাদেশি, তাহলে যেসব মানুষ বরাক ভ্যালি এবং কাইলাকান্দিতে আছেন তারাও তো বলতে পারেন যে, মিজোরামের দিক থেকে যারা আসছেন তারা মিয়ানমারের। রিপোর্টে বলা হয়, আসামের তিনটি জেলায় বসবাসকারী বাংলাভাষী মুসলিমদেরকে বাংলাদেশি হিসেবে মনে করে থাকে মিজোরামের লোকজন। কিন্তু এমন দাবি প্রত্যাখ্যান করেছে আসাম। ওদিকে আসাম ও মিজোরামের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিচালককে ভারতের কেন্দ্রীয় সচিবের সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লিতে তলব করা হয়। সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ভূত পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status