বাংলারজমিন

প্রধানমন্ত্রীর উপহারের ঘর চেয়ে ইউপি চেয়ারম্যানের হাতে মার খেলেন এক ভূমিহীন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:৪৭ অপরাহ্ন

 রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর চাওয়ায় গোলাম নামের এক ভূমিহীনকে মারপিট করে আহত করেছে সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম।
উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা এলাকার আবুজাহের মিয়াসহ প্রায় ১০টি পরিবার গত ২৫-৩০ বছর থেকে বাজারের পাশে খাস জমিতে ঘর তুলে বসবাস করে আসছে। মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভূমিহীনদের জন্য বিনামূল্যে দুই কক্ষ বিশিষ্ট একটি করে ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দেন। এরপর থেকে কাউনিয়া উপজেলায় শুরু হয় খাস জমি উদ্ধার এবং ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ। দ্বিতীয় ধাপে উপজেলায় কাজ শুরু হলে উপজেলা প্রশাসন জয়বাংলা বাজার সংলগ্ন ওই ১০টি পরিবারকে ঘর দেয়ার কথা বলে তাদেরকে উচ্ছেদ করে। পরে সেখানে ঘর নির্মাণ শেষ হলে উচ্ছেদকৃতদের ঘর না দিয়ে অন্য এলাকার লোকদের মাঝে ঘরগুলো বরাদ্দ দেন বলে উচ্ছেদ হওয়া পরিবারগুলো জানান।
নির্যাতনের শিকার গোলাপ বলেন, আশ্রয়ণের ওই ঘরগুলোর মধ্যে একটি ফাঁকা ছিল সেটাতে আমি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছি। গত সোমবার বিকালে ওই আশ্রয়ণ কেন্দ্রে সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম এসে আমাকে ঘর ছেড়ে দেয়ার কথা বলে। এ সময় আমার নামের ঘরের কথা জিজ্ঞাসা করলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি কিল ঘুসি দিতে থাকে এবং অকথ্যভাষায় গালিগালাজ করতে করতে ঘর থেকে তার মালামাল বাইরে বের করে দেয়। পরে আশপাশের লোকজন এসে চেয়ারম্যানকে সরিয়ে নিয়ে যান। এখন আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো? প্রতিবেশী এক বৃদ্ধা সাজেদা বেগম বলেন, আজ একজন চেয়ারম্যান যেভাবে ভূমিহীনকে মারপিট করেছে যেটা সন্ত্রাসীরা করেন। এ ব্যাপারে সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, গোলাপের বাবাকে একটি ঘর দেয়া হয়েছে। পরবর্তীতে আবারো ঘর এলে তাকে দেয়া হবে। এটা শুনে গোলাপ নিজের ঘরের মালামালে আগুন দিতে চাইলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়। তাকে মারপিট করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন, বিষয়টি আমি শুনিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status