বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে মাদক সেবনকালে আটক ৫

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:৪৬ অপরাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনকালে হাতেনাতে ৫ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সুতাং ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনসহ মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার সুতাং ব্রিজের কাছে গাঁজা সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মরম আলীর ছেলে আনোয়ার হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মাসুক মিয়া, একই গ্রামের নীলকুমার রবিদাসের ছেলে রামলাল রবিদাস, শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে আলামীন এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আব্দুস সালাম গাজীর ছেলে রাশেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম জানান, আটক মাদকসেবীদের কারাদণ্ড দেয়া হয়েছে এবং প্রায় ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status