বাংলারজমিন

কঠোর লকডাউনেও খুলনায় ১৯০টি কারখানা চালু

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:৩৩ অপরাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণরোধে ২৩শে জুলাই থেকে দেশব্যাপী সরকার আরোপিত কঠোর লকডাউন চলছে। এ লকডাউনে কারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও খুলনার ১৯০টি কারখানা চালু রয়েছে। যা খুলনার মোট কারখানার ৩০ শতাংশ। ১৩টি ক্যাটাগরির এ কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত বলে দাবি করছে শ্রম অধিদপ্তর। খুলনা শ্রম অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলাম জানান, খুলনায় সবমিলিয়ে ৬৩৯টি কারখানা রয়েছে। এরমধ্যে ১৩টি ক্যাটাগরির ১৯০টি বর্তমানে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এগুলো লকডাউনের আওতামুক্ত রয়েছে। তিনি বলেন, ‘১৯০টির মধ্যে বিদ্যুৎ, গ্যাস, চাল, মৎস্য, দুগ্ধ, ফুল, ডাল ও লবণের কারখানা রয়েছে। তবে চালু থাকা কারখানার মধ্যে চালেরই বেশি।’
খুলনার ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবীর জানান, মৎস্য প্রক্রিয়াজাতকারী কারখানাগুলো লকডাউনে আওতার বাইরে রয়েছে। এ কারণে খুলনার ২৪টি মৎস্য কারখানা সচল রয়েছে। ফলে জাপান, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, রাশিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ড, সৌদি ও দুবাইতে চিংড়ি রপ্তানি হচ্ছে। এতে স্থানীয় রপ্তানিকারকরা সংকট থেকে মুক্তি পাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status