বাংলারজমিন

রূপগঞ্জে তিতাসের বিতরণ লাইন লিকেজে এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের বিতরণ লাইনের পাইপ ফেটে কয়েক স্থানে লিজেকের সৃষ্টি হয়েছে। এসব লিকেজ দিয়ে ক্রমাগত দ্রুতগতিতে গ্যাস বের হচ্ছে। এছাড়া পানির ভেতর দিয়ে নিয়ে যাওয়া পাইপের কিছু অংশ লিকেজে পানিতে বিভিন্ন জায়গায় বুদবুদ সৃষ্টি হয়েছে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে গ্যাসের তীব্র গন্ধ। এতে যেকোনো সময় বড় রকম দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গতকাল উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর টিআইসি মোড়ে এ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে যেতে দেখা যায়। এলাকাবাসী জানান, তারাবো পৌরসভার রূপসী সিটি মিলের পূর্বপাশে গন্ধর্বপুর টিআইসি এলাকাটি অত্যন্ত জনবহুল। এই এলাকাসহ আশেপাশের বাসিন্দারের জন্য ৫০ পিএসআইজি হাই প্রেশারের ২ ইঞ্চি পাইপের তিতাসের বিতরণ লাইন রয়েছে। এ লাইনে কয়েক গ্রামের বৈধ- অবৈধ মিলিয়ে ৫ শতাধিক সংযোগ দেয়া হয়েছে। গতকাল সকাল থেকেই পাইপলাইন নষ্ট হয়ে বিভিন্ন স্থান দিয়ে দ্রুতগতিতে গ্যাস লিকেজ হচ্ছে। এছাড়া এই বিতরণ লাইনের কিছু অংশ পানির নিচ দিয়ে টানার কারণে সেগুলোও নষ্ট হয়ে গ্যাস বের হবার কারণে পানিতে ক্রমাগত বুদবুদ সৃষ্টি হচ্ছে। গ্যাসেব উৎকট গন্ধ পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে করে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা গ্যাসের পাইপ ফেটে লিকেজের বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ব্যাপারে তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান বলেন, গ্যাস লিকেজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে তিতাসের লোক পাঠানো হয়েছে। বিতরণ লাইনের পাইপ নষ্ট হয়ে যাবার কারণে এমন ঘটনা ঘটেছে। এ বিতরণ লাইন তুলে নিয়ে শুধুমাত্র বৈধ গ্রাহকদের নতুন করে মজবুত সংযোগ দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status