বাংলারজমিন

করোনাভাইরাস পরীক্ষায় অনিয়ম

ঈশ্বরদীতে একদিনে ১১ প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে অনিয়মের অভিযোগে একদিনে এগারো প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন ও বুথ বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পাবনার সিভিল সার্জনকে পাঠানো এক পত্রে বাতিলের নির্দেশ দিয়েছেন। গত সপ্তাহে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে গতকাল দুপুরে নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন।
প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকার বনশ্রীর ফেমাস বিশেষায়িত হাসপাতাল, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল, বনানীর প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, উত্তর বাড্ডার এ এম জেড হাসপাতাল লিমিটেড, ধানমণ্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার টি এম এস এস মেডিকেল কলেজ ও রাফাতুল কমিউনিটি হাসপাতাল স্বাস্থ্য সেন্টার, পান্থপথের ডিএনএ সলিউশন লিমিটেড, মালিবাগ মোড়ের প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড, কুমিল্লার মডার্ন হাসপাতাল (প্রা.) লিমিটেড এবং ঢাকা মোহাম্মদপুর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কয়েক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার করোনার নমুনা সংগ্রহের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত ১৩টি প্রতিষ্ঠান প্রকল্প এলাকায় গত বছর থেকে কাজ করে আসছিল। এসব প্রতিষ্ঠান ঈশ্বরদী উপজেলার রূপপুর ও সাহাপুরে গ্রিন সিটি আবাসিক এলাকায় বুথ স্থাপনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করে অনুমোদিত মেডিকেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতো। এরপর সেখান থেকে করোনার পরীক্ষার ফলাফল পাবনা সিভিল সার্জন ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে প্রকল্প অফিসে পাঠানো হতো।
অভিযোগ উঠেছে, এখানকার হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহের জন্য নিয়মিত কাজ করতো। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে মেয়াদোত্তীর্ণ কিট ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। সংগৃহীত নমুনাগুলো ত্রুটিপূর্ণ টিউবে রাখা, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য বিলম্বে ল্যাবে পাঠানো, করোনার প্রকৃত রিপোর্ট না দিয়ে মনমতো রিপোর্ট দেয়ায় অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগ বিভিন্ন সংস্থার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে জানার পর মহাপরিচালকের নির্দেশে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. ফরিদ উদ্দিন মিয়া গত সপ্তাহে রূপপুর প্রকল্পের ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, নমুনা সংগ্রহের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। ১৩টি প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও এখানে মাত্র চার-পাঁচটি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহের কাজ করেছে। তবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকায় নমুনা সংগ্রহের অনুমোদন ও নমুনা বুথ বাতিল করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status