বিশ্বজমিন

১৮০০ শয্যার কোভিড হাসপাতাল তৈরি করলো থাইল্যান্ড

মানবজমিন ডেস্ক

২৮ জুলাই ২০২১, বুধবার, ৭:৩০ অপরাহ্ন

রাজধানী ব্যাংককের একটি কার্গো ওয়্যারহাউজকে ১৮০০ শয্যার কোভিড হাসপাতালে পরিণত করেছেন থাই স্বেচ্ছাসেবকরা। বুধবার ওই হাসপাতাল চালু করা হয়। এটি মূলত যেসব কোভিড রোগীর তুলনামূলক কম উপসর্গ দেখা যায় তাদের জন্য তৈরি করা হয়েছে। দেশটিতে ক্রমশ খারাপ হচ্ছে কোভিড পরিস্থিতি। এমন অবস্থায় রোগীর চাপ সামলাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে রেকর্ড ১৬ হাজার ৫৩৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। বুধবার প্রাণ হারিয়েছে ১৩৩ জন। এরফলে দেশটিতে মোট কোভিড আক্রান্ত হলেন ৫ লাখ ৪৩ হাজার জন। অপরদিকে প্রাণহানি হয়েছে ৪ হাজার ৩৯৭ জনের।

ফলে দেশটির হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে অতিরিক্ত চাপের। এ অবস্থায় ওয়্যারহাউজকে হাসপাতালে পরিণত করেছে স্বেচ্ছাসেবকরা। দেয়াল ড্রিল করে তাতে রোগীদের জন্য টয়লেট বসানো হয়েছে এবং শয্যা হিসেব করে সেখানে কম্বল ও আনুষাঙ্গিক সেবার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটির পরিচালক রিথং নান্না বলেন, এই হাসপাতালে ব্যাপক সংখ্যক রোগী গ্রহণ করতে পারবে। তবে এখানে থাকা রোগীর অবস্থা খারাপ হলে তাদেরকে তখন অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। সামনেই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাবে এবং তখন আরও অতিরিক্ত হাসপাতালে প্রয়োজন পড়বে। সেই ধাক্কা সামলাতেই আগেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status