বিশ্বজমিন

তিন সপ্তাহ ধরে চলছে ক্যালিফোর্নিয়ার দাবানল, পুড়ে গেছে শত শত বাড়ি ও যানবাহন

মানবজমিন ডেস্ক

২৮ জুলাই ২০২১, বুধবার, ৬:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের উত্তর অংশে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে গেছে ৪ শতাধিক ভবন ও সাড়ে তিনশ গাড়ি। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ৪ লাখেরও বেশি একর এলাকার বনাঞ্চল। দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির দমকলকর্মীরা। এ সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ছে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। ফলে আগুনের তীব্রতা আরও বাড়তে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুরো বছরজুড়েই যুক্তরাষ্ট্রে ব্যাপক দাবানল দেখা গেছে। এ বছর দেশটিতে দাবানলে ২৮ লাখ ২০ হাজার একর এলাকা আগুনের কবলে পড়েছে। এর বেশিরভাগই পশ্চিমের প্রদেশগুলোতে। পুড়ে গেছে অন্তত ১৫ লাখ একর এলাকা। সবমিলিয়ে ১২টি অঙ্গরাজ্যে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে এ বছর। এ সপ্তাহেই উত্তর ক্যালিফোর্নিয়া দু’টি দাবানলের ঘটনা ঘটেছে। এর ফলে লাসেন এবং প্লামাস ন্যাশনাল ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে। প্রদেশটির ইতিহাসে এটিকে ১৫তম ভয়াবহ দাবানল বলা হচ্ছে। দাবানলের কারণে পুরো এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে ৮ হাজারেরও বেশি মানুষকে। ছাই উড়ছে বাতাসে। এতে করে বাতাসও বিষাক্ত হয়ে পরছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status