বিশ্বজমিন

সিকিম-পশ্চিমবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে যাচ্ছে ভারত

মানবজমিন ডেস্ক

২০২১-০৭-২৮

চীনের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য সিকিমে রেল যোগাযোগ চালু করতে যাচ্ছে ভারত। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছিল। যদিও এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। ৪৫ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প শুরু হয় ২০০৯ সালে। এটি পশ্চিমবঙ্গের সিভোকের সঙ্গে সিকিমের রাংপো এলাকাকে যুক্ত করবে। পুরো যাত্রাপথে থাকবে ৫টি স্টেশন যার মধ্যে একটি আবার আন্ডারগ্রাউন্ড স্টেশন।

এই রেল প্রকল্প সিকিমকে ভারতের রেলওয়ে মানচিত্রে নিয়ে আসবে। এমন দুর্গম পথে রেলপথ নির্মান করে ভারত রীতিমত সারা ফেলে দিয়েছে। এই প্রকল্পকে বলা হচ্ছে প্রকৌশল বিষয়ে এক বিস্ময়। যাত্রাপথে পার হতে হবে ১৪ টি সুরঙ্গ এবং ১৭টি সেতু। রেলপথের বেশিরভাগই পশ্চিমবঙ্গের মধ্যে এবং মাত্র ৩.৪৪ কিলোমিটার পরেছে সিকিমে। সরকারের দাবি, এই রেল প্রকল্প চালু হলে তা স্থানীয়দের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং ওই অঞ্চলে পর্যটন বৃদ্ধি করবে। এই রেল লাইন আরও বৃদ্ধি করে একদম চীনের সীমান্ত এলাকা পর্যন্ত নেয়ার পরিকল্পনা রয়েছে। এতে করে সহজেই সেনা মোতায়েন করা যাবে ওই অঞ্চলে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status