খেলা

টোকিও অলিম্পিক

ফাইনাল থেকে সরে দাঁড়ালেন ছয়বারের স্বর্ণজয়ী জিমন্যাস্ট

স্পোর্টস ডেস্ক

২০২১-০৭-২৮

দলগত ইভেন্টের ফাইনাল থেকে আগেই সরে গিয়েছিলেন সিমন বাইলস। এবার মেয়েদের অল-অ্যারাউন্ড ফাইনাল থেকেও নাম তুলে নিলেন ছয়বারের স্বর্ণপদক বিজয়ী এই জিমন্যাস্ট। মূলত মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিতে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই ২৪ বছর বয়সী মার্কিন অ্যাথলেট।
আগামী বৃহস্পতিবার হতে যাওয়া সেই ইভেন্টটিতে বাইলসের জায়গায় অংশ নেবেন জ্যাড ক্যারে। যিনি বাছাইপর্বে নবম সর্বোচ্চ স্কোর করেছিলেন।
মার্কিন জিমন্যাস্টিক্সের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘নিজের মানসিক স্বাস্থ্যে নজর দিতে টোকিও অলিম্পিক্সের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ফাইনাল থেকে নাম সরিয়ে নিয়েছেন সিমন বাইলস।’
আগামী সপ্তাহে আরেকটি ইভেন্ট রয়েছে। সেখানে বাইলস অংশগ্রহণ করবেন কি না সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
বাইলসের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে মার্কিন জিমন্যাস্টিক্স। বিবৃতিতে তারা বলে, ‘আমরা আন্তরিকভাবে সিমনের সিদ্ধান্তকে সমর্থন করছি এবং নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার সাহসিকতার প্রশংসা করছি। তার সাহস আবারও প্রমাণ করল যে কেন তিনি এত মানুষের আদর্শ।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status