অনলাইন

রাতের আকাশে বিরল উল্কার ঝলকানি

মানবজমিন ডিজিটাল

২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ১১:০৫ অপরাহ্ন

রহস্যে ঘেরা প্রকৃতি। রহস্যাবৃত মহাকাশ। মাঝে মাঝে মানুষের চিন্তা-চেতনার বাইরেও কিছু ঘটনার জন্ম হয়। যা ভাবায় মানুষকে। বিস্মিত করে। আবার কখনো বা করে আতঙ্কিত। এমনই এক ঘটনা ঘটে গেল নরওয়ের রাতের আকাশে। কিছু সময়ের জন্য নরওয়ের বাসিন্দারা অবাক হয়ে যান হঠাৎ ঘটা এমন ঘটনায়।  

শনিবার দিবাগত রাত।  আকাশ থেকে ধেয়ে আসে উজ্জ্বল আলো ছড়ানো একটি বস্তু। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন নরওয়েবাসীরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির দক্ষিণ-পূর্ব দিকে রাতের আকাশ আলোকিত করেছিল বড় একটি উল্কাপিণ্ড।  
 তবে এতে আতঙ্কিত হওয়ার কিই বা ছিল? জানা গেছে, যখন ওই উল্কাপিণ্ডটি দ্রুতগতিতে পড়ছিল তখন প্রচন্ড শব্দও হয়েছিল।  এতে  লোকজন আতঙ্কিত হয়ে পুলিশকে কল করতে শুরু করেছিলেন।   
আর  এ ধরনের উল্কাপাতের ঘটনা সাধারণত বিরল। কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।  যেগুলোতে প্রখর আলোর ঝলকানি দেখা গেছে।
নরওয়ে পুলিশের ভাষ্য, আলোর ঝলকানি দেখে অনেকেই তাদের কাছে  জরুরি কল করতে শুরু করে।
এটির খোঁজে নেমে পড়েছেন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, রাজধানী অসলোর কাছেই কোনো বনের মধ্যে পড়েছে উল্কাপিণ্ডটি। সাধারণত এ ধরনের উল্কাপিণ্ড মহাকাশ থেকে দ্রুতগতিতে ছুটে এসে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে  খুব দ্রুত পুড়ে শেষ হয়ে যায়।
নরওয়েজিয়ান মেটিওর নেটওয়ার্ক বলছে, ওই আগুনের বস্তুটি স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টার দিকে আবির্ভূত হওয়ার পর কমপক্ষে পাঁচ সেকেন্ড দৃশ্যমান ছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, উল্কাপিণ্ডটির ওজন ১০ কেজির মতো হতে পারে এমন তথ্যও পাওয়া গেছে  বিভিন্ন সূত্রে। যাকে  অস্বাভাবিক বড় বলছেন অনেকেই।   
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্ক নগরীর নিকটে আকাশ থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড পড়ার ঘটনা ঘটেছিল। সে উল্কাপাতে একাধিক ভবনের ক্ষতি সহ আহত হয়েছিল প্রায় পাঁচ শতাধিক মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status