বাংলারজমিন

ইসলামপুরে চিকিৎসকের অবহেলায় সর্বস্বান্ত হাঁস খামারি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

২৮ জুলাই ২০২১, বুধবার, ৯:২০ অপরাহ্ন

জামালপুরের ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় ৮শ’ হাঁস মারা গেছে। এ ঘটনায় সর্বস্বান্ত হয়েছেন হাঁসের খামারি উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকার আবুল হাসেম খানের ছেলে আব্দুল আওয়াল খান জিন্নাত (২৮)। জানা গেছে, গত চার মাস আগে নেত্রকোনার সরকারি হাঁসের ফার্ম থেকে ১ হাজার ২৫টি বেইজিং জাতের হাঁসের বাচ্চা নিয়ে এসে খামার গড়ে তোলেন জিন্নাত। খামারে যথারীতি হাঁসের বাচ্চার যত্ন ও খাওয়ানোর পর বেশ বড় হয়ে ওঠে। হাঁসগুলোর বর্তমান বয়স ৪ মাস ১০ দিন। আর মাত্র ১৫ থেকে ১৬ দিন পরে হাঁসগুলো ডিম পাড়তে শুরু করবে। এর মধ্যে গত রোববার রাতে ৩-৪টি হাঁস অসুস্থ হয়ে মারা যায়। সোমবার সকালে একটি মরা হাঁস নিয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল আলিমের কাছে যান তিনি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্তব্যরত ডাক্তার মৃত হাঁসটিকে পোস্টমর্টেম করে প্রেসক্রিপশন করে দেন। সেই মোতাবেক ওষুধ খাওয়ানোর পর খামারজুড়ে মড়ক শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার সন্ধ্যা পযন্ত হাঁসগুলো মাথা ঘুরে পড়ে মারা যায়। ভুক্তভোগী খামারি আব্দুল আওয়াল খান জিন্নাতের অভিযোগ, ওষুধ খাওয়ার পর হাঁসগুলো মারা যেতে শুরু করে, পুনরায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে খামারে আসেনি। ডাক্তার খামারে না আসার নানান অজুহাত দেখিয়েছে। ভুক্তভোগী খামারি আরও জানান, ‘আমার এত বড় ক্ষতিতে এখন যেন আকাশ ভেঙে মাথার ওপর পড়েছে। আমি বেকারত্ব থেকে স্বাবলম্বী হওয়ার জন্য খামার গড়ে তুললেও প্রাণিসম্পদ বিভাগের কেউ কোনো খোঁজখবর নেননি। ঠিকমতো চিকিৎসাও দেননি। ফলে আমার পরিশ্রমের খামারের হাঁস মরে গিয়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হলো।’ এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল আলিম বলেন, ‘মৃত একটি হাঁসকে পোস্টমর্টেম করে ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিয়েছি। লকডাউনের কারণে আমি লাইভ রিস্কস নিয়ে তার খামারে যেতে পারেনি। এসব বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন বলেন, ‘এতগুলো হাঁস মারা গেল, বিষয়টি খুবই দুঃখজনক। হাঁসগুলো কি কারণে মারা গেছে খামারির বাড়িতে গিয়ে খোঁজখবর নেবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status