বাংলারজমিন

নোয়াখালীতে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৮ জুলাই ২০২১, বুধবার, ৯:০২ অপরাহ্ন

নোয়াখালীর দুই শতাধিক সাংবাদিককে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। গতকাল দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের শহীদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জিটু সাংবাদিকদের হাতে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, পিপিইসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী তুলে দেন। করোনার এই সংকটকালীন সময়ে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, টেলি লিংক গ্রুপের চেয়ারম্যান, দৈনিক গণকণ্ঠ, দৈনিক বাংলার সম্পাদক ও প্রকাশক মো, নিজাম উদ্দিন জিটু বলেন, মহামারি করোনাকালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল। দেশের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বর্তমানে বৈদেশিক রেমিটেন্সও অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি। নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বখতিয়ার সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন’র নোয়াখালীস্থ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সাংবাদিক আমিরুল ইসলাম হারুন, আকাশ মো. জসিম, এমবি আলম, মো. তাজুল ইসলাম মানিক, আকবর হোসেন সোহাগ, আবু নাসের মনজু, মোজাম্মেল কামাল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status