বাংলারজমিন

লকডাউনে বিয়ের আয়োজন বর পক্ষকে অর্থদণ্ড

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৮ জুলাই ২০২১, বুধবার, ৯:০২ অপরাহ্ন

 সরকার ঘোষিত চলমান লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইলের মির্জাপুরে বৌ-ভাত অনুষ্ঠান করার অপরাধে বর পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে বৌ-ভাত অনুষ্ঠানে বরের বাবা আবদুল মান্নানকে এই অর্থদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বলে জানা গেছে। সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনার এমন পরিস্থিতিতে এ ধরনের আয়োজন সম্পূর্ণ অপ্রত্যাশিত। যারাই সরকারি বিধিনিষেধ অমান্য করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই দিন স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ অমান্য করায় ১০ দোকানি ও পথচারীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status