বাংলারজমিন

দোহার-নবাবগঞ্জে বিধি অমান্য করায় ৩৪৮ জনকে জরিমানা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৮ জুলাই ২০২১, বুধবার, ৯:০১ অপরাহ্ন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ অমান্য করায় গত ৪ দিনে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ভ্রাম্যমাণ আদালত ৩৪৮ জনকে অর্থদণ্ড করেছেন। এর মধ্যে নবাবগঞ্জে ২১৩ জনকে ও দোহারে ১৩৫ জনকে ৩ লাখ ৪৯ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ও নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠে ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় রেখে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের ধারাবাহিকতায় ৪র্থ দিনও মাঠে তাদের তৎপরতা দেখা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status