খেলা

বারমুডাকে স্বর্ণ জিতিয়ে ইতিহাসে ডাফি

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২১, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

বারমুডার জনসংখ্যা মাত্র ৬৩ হাজার। দ্বীপ দেশটির ক্রীড়া ইতিহাসের স্মরণীয় দিন ছিল গতকাল। টোকিও অলিম্পিকে প্রথমবার স্বর্ণ জয়ের উচ্ছ্বাসে ভেসেছে বারমুডা। মেয়েদের ট্রায়াথলনে প্রথম হয়েছেন বারমুডার ফ্লোরা ডাফি। জনসংখ্যার হিসেবে সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড গড়েছে বারমুডা। সাঁতার, সাইক্লিং ও দৌড় মিলিয়ে হওয়া ট্রায়াথলনে ১ ঘণ্টা ৫৫ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে সেরা হন তিনি। এই ইভেন্টে গ্রেট বৃটেনের জর্জিয়া টেইলর-ব্রাউন ১ ঘণ্টা ৫৬ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা ও যুক্তরাষ্ট্রের কেটি জ্যাফার্স ১ ঘণ্টা ৫৭ দশমিক ০৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। ৩৩ বছর বয়সী ফ্লোরা ডাফি অলিম্পিকে প্রথম অংশ নেন ২০০৮ সালে। চতুর্থবারের চেষ্টায় সফল হলেন ৩৩ বছর বয়সী এই তারকা। অলিম্পিকে সোনা জয়ের দৌড়ে ফেভারিট ছিলেন ডাফি। টানা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। ২০১৮ কমনওয়েলথ গেমসেও সেরা হয়েছেন। বারমুডাকে প্রথম অলিম্পিক সোনা জেতানোর পর ডাফি বলেন, ‘পুরো বারমুডা এই অর্জনে আনন্দিত। এই অর্জন অবশ্যই বিশেষ কিছু।’ বিশ্ব চ্যাম্পিয়ন নয় নিজেকে অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে পরিচয় দিতে চান ডাফি, ‘সত্যিই এটা দারুণ অনুভূতি। আমি অলিম্পিক চ্যাম্পিয়ন শুনতেই পছন্দ করবো।’
গ্রেট বৃটেনের প্রতিযোগীকে হারিয়ে সেরা হয়েছেন ডাফি। চাইলে তিনিও বৃটেনের প্রতিনিধিত্ব করতে পারতেন। বৃটেনের ডাক ফিরিয়ে বারমুডার হয়ে খেলার সিদ্ধান্ত নেয়ার গল্প শোনালেন ডাফি। তিনি বলেন, ‘আমার মা বেড়ে উঠেছেন বার্নলিতে। সেই সূত্রে বৃটেনের হয়ে খেলার সুযোগও এসেছিল। তবে আমার জন্ম ও বেড়ে ওঠা বারমুডায়। এসব কিছুই আমি হৃদয়ে ধারণ করি।’
তুর্কমেনিস্তানের প্রথম অলিম্পিক পদক
রাশিয়া থেকে আলাদা হওয়ার পর স্বাধীন দেশ হিসেবে তুর্কমেনিস্তানের পথচলা শুরু ১৯৯১ সালে। স্বাধীনতার ৩০ বছরের মাথায় প্রথম অলিম্পিক পদকের স্বাদ পেয়েছে দেশটি। ৬ কোটি জনসংখ্যার দেশটিকে অলিম্পিক পদকের উল্লাসে মাতিয়েছেন পলিনা গুরিয়েভার। ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজিতে রৌপ্য পদক জিতেছেন তিনি। ২১৭ কেজি তুলে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন গুরিয়েভার। রেকর্ড ২৩৬ কেজি তুলে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। ২১৪ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন জাপানের ভারোত্তলক মিকিকো আনদোহ।
চমক দেখালেও ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার
রিও অলিম্পিক পুরুষ ভলিবলের চ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নও তারা। আর্জেন্টিনা প্রথম দুই সেট জিতে ফুটবলের মতো ভলিবলেও দু’দলের লড়াইয়ে রোমাঞ্চ ছড়ালো । তবে শেষ রক্ষা হয়নি আর্জেন্টিনার। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন সেট জিতে ম্যাচ নিজেদের করে নেয় ব্রাজিল। ২৫-১৯ ও ২৫-২১ পয়েন্টে প্রথম দুই সেট জিতে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে ছিল আর্জেন্টিনা। এরপরই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট জিতে নেয় ২৫-১৬ ও ২৫-২১ ব্যবধানে। পরে ম্যাচ নির্ধারণী পঞ্চম সেট ১৪-১৪ ব্যবধানে সমতা চলে আসে। শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে জিতে আর্জেন্টিনাকে হতাশা উপহার দেয় ব্রাজিল। হাড্ডাহাড্ডি এই লড়াই জিতে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। আর্জেন্টিনা রয়েছে পঞ্চম স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status