খেলা

পদক তালিকায় জাপানের দাপট

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২১, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

গত ২৩শে জুলাই শুরু হয়েছে টোকিও অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থের ষষ্ঠ দিন চলমান। এখন পর্যন্ত পদক জয়ের ক্ষেত্রে শীর্ষে অবস্থান জাপানের। ১০টি স্বর্ণ ৩টি রৌপ্য ও ৫ ব্রোঞ্জ নিয়ে সর্বমোট ১৮টি পদক জিতেছে স্বাগতিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ৯ স্বর্ণ, ৮ রৌপ্য ও ৮ ব্রোঞ্জ নিয়ে এখনো পর্যন্ত আসরের সবচেয়ে বেশি ২৫ পদক জিতেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সমান ৯টি স্বর্ণ জিতেছে তৃতীয় স্থানে থাকা চীন। ৫ রৌপ্য ও ৭ ব্রোঞ্জ নিয়ে ২১টি পদক জিতেছে দেশটি। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ।
আরওসির (রাশিয়ান অলিম্পিক কমিটি) পদক ১৮টি। ৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ জিতে চারে রয়েছে তারা। গ্রেট বৃটেনের পদক সংখ্যা ১৩। তাদের অর্জন ৪টি স্বর্ণ ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ। টোকিও অলিম্পিকে বাংলাদেশের অর্জন শূন্য। আরচারির একক রিকার্ভে রোমান সানা এলিমেশন রাউন্ড জিতে আশা জাগালেও তা বেশিদূর এগোয়নি। শেষ ষোলোর লড়াইয়ে কানাডান ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নেন রোমান। এদিকে প্রতিবেশি দেশ ভারতের এখন পর্যন্ত অর্জন একটি ব্রোঞ্জ।

পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
জাপান ১০ ৩ ৫
যুক্তরাষ্ট্র ৯ ৮ ৮
চীন ৯ ৫ ৭
আরওসি ৭ ৭ ৪
গ্রেট বৃটেন ৪ ৫ ৪
ভারত ০ ১ ০
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status