খেলা

করোনার ধাক্কায় পেছালো লঙ্কা ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই ২০২১, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

শ্রীলঙ্কা সফরে থাকা ভারতীয় দলের ক্যাম্পে হানা দিয়েছে করোনাভাইরাস। নিয়মিত কোভিড-১৯ পরীক্ষায় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি। ক্রুনালের করোনা শনাক্ত হওয়ায় স্থগিত হয় মঙ্গলবারের শ্রীলঙ্কা-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, একদিন পিছিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে আজ। সূচি অনুযায়ী সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা বৃহস্পতিবার। সেক্ষেত্রে টানা দুই দিন ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কান ক্রিকেটারদের। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে ৩৮ রানে জেতে শিখর ধাওয়ানের ভারত।
সিরিজের মাঝপথে করোনার সংক্রমণের ঘটনা ঘটেছে এর আগেও। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ চলাকালীন এক জন কোভিড-১৯ পজেটিভ হলে স্থগিত হয় ম্যাচ। পরে সেই ম্যাচটি মাঠে গড়ায় দু’দিন পর। ভারতীয় দলে করোনার সংক্রমণ নতুন নয়। ইংল্যান্ডে অবস্থান করা ভারতের টেস্ট দলের একাধিক ক্রিকেটার ও কোচ কোভিড-১৯ এ আক্রান্ত হন। দুই কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও ঋষভ পন্ত, স্ট্যান্ডবাই ওপেনার অভিমন্যু ইশ্বরন এবং বোলিং কোচ ভরত অরুন ও একজন ট্রেনিং সহকারী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status