বাংলারজমিন

নলছিটিতে মেয়রের স্বাক্ষর জাল পৌরকর্মচারী দম্পতি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

২৮ জুলাই ২০২১, বুধবার, ৮:২১ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খানের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে ৪ লাখ টাকা উত্তোলনের অপচেষ্টাকালে পৌরসভায় কর্মরত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার কোষাধ্যক্ষ রেখা বেগম ও তাঁর স্বামী পৌরসভার ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম। এ সময় রেখা বেগমের ভাই মো. কামাল হোসেন টাকা নিয়ে পৌরসভায় এসে পুলিশকে ঘুষ দিতে চাইলে ১ লাখ ২২ হাজার টাকাসহ তাকেও আটক করা হয়। সোমবার দিবাগত রাতে নলছিটি পৌরসভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ জানায়, মেয়র আবদুল ওয়াহেদ খানের স্বাক্ষর জাল করে মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজের নামে ৪ লাখ টাকার একটি চেক নিয়ে ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম ২৬শে জুলাই নলছিটি সোনালী ব্যাংক শাখায় উপস্থাপন করেন। স্বাক্ষর সঠিক নয়, এমন সন্দেহে চেকটি ফেরত দেন ব্যাংক কর্তৃপক্ষ। এরপর পৌরসভার কোষাধ্যক্ষ রেখা বেগম আরেকটি চেক লিখে টাকা উত্তোলনের অপচেষ্টা চালান। এ সময় নলছিটি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক পৌর মেয়রের কাছে মুঠোফোন বিষয়টি জানতে চান। মেয়র আদৌ চেক সম্পর্কে অবগত নন বলে জানিয়ে তিনি কৌশলে পৌরসভার কোষাধ্যক্ষ রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলামের কাছ থেকে জালিয়াতির চেকটি ও চেক বইটি উদ্ধার করেন। পরে তাদেরকে পৌরসভার একটি কক্ষে আটক রেখে পুলিশে খবর দেন। এদিকে পুলিশকে ঘুষ দিয়ে পার পাওয়ার আশায় কোষাধ্যক্ষ রেখা বেগম তার ভাই মো. কামাল হোসেনকে টাকা নিয়ে পৌরসভায় আসতে বলেন। কামাল এক লাখ ২২ হাজার টাকা নিয়ে পৌরসভায় এসে পুলিশকে ঘুষ দিতে চাইলে স্থানীয়দের সহায়তায় তাকেও আটক করে পুলিশ। এ সময় ওই এক লাখ ২২ হাজার টাকা জব্দ করা হয়। আটকৃত তিনজনকে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান কামাল।
এদিকে চেকটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ব্যাংক কর্তৃপক্ষ সচিবের স্বাক্ষর লাল কালি দিয়ে চিহ্নিত করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকে সংরক্ষিত সচিবের যে নমুনা স্বাক্ষরটি রয়েছে, সেই স্বাক্ষরের সঙ্গে চেকের স্বাক্ষরের সম্পূর্ণ মিল রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের ধারণা টাকা আত্মসাতের সাথে সচিবও জড়িত রয়েছেন। তবে মামলায় কেন সচিবকে আসামি করা হয়নি তা নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। পৌরসভার সচিব এ এইচএম রাশেদ ইকবাল বলেন, আমি কোনো চেকে সই করিনি। এটাও জাল করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মেয়র আবদুল ওয়াহেদ খান বলেন, ‘পৌরসভায় কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। যেই অপরাধ-দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, তাকেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে। নলছিটি থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদ হাসান প্রিন্স বলেন, ‘মঙ্গলবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status