বাংলারজমিন

লক্ষ্মীপুরে ৪ দিনে ৩১২টি মামলায় ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

২৮ জুলাই ২০২১, বুধবার, ৮:২০ অপরাহ্ন

লক্ষ্মীপুরে লকডাউনের পঞ্চম দিনে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। পাশাপাশি সিএনজি অটোরিকশাও আগের চেয়ে বেশি চলাচল করছে। গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসায়। এ সময় সাধারণ মানুষের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক জবাব না দিতে পারলে তাদের ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে জেলার ৫টি উপজেলায় গত চারদিনে ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মানায় ৩১২ জনকে এ অর্থদণ্ড করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ। সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন। শুধুমাত্র কিছু সংখ্যক রিকশা ও অটোরিকশা চলাচল করছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন। সহযোগিতা করছেন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের চারদিনে ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এটি অব্যাহত থাকবে। যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status