কলকাতা কথকতা
কলকাতা কথকতা
আমার মেয়েকে মাথা তুলে বাঁচতে শেখাবো, ফেসবুক লাইভে বললেন নুসরাত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
২০২১-০৭-২৭
সাংবাদিক-চিত্র পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে একটি ফেসবুক লাইভে এসে বিতর্কিত নুসরাত জাহান বললেন, আমার মেয়েকে আমি মাথা তুলে বাঁচতে শেখাবো। পরমুহূর্তে ভুল সংশোধন করে বলেন, ছেলে হলেও তাকে শিরদাঁড়া সোজা রেখে বাঁচার পরামর্শ দেবো। সুবিধা নামের একটি গর্ভ নিরোধক পিলের প্রচারের জন্যে ওই ফেসবুক লাইভটি হচ্ছিলো। নুসরাত বলেন, জীবনে তিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি। তার সন্তানও করবে না। অন্তঃসত্ত্বা নুসরাতের সন্তান জন্ম নেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে। নুসরাত এখনই তার অনাগত সন্তানের পিতা কে তা জানাননি। জানাবার তার কোনো গরজও নেই। সিঙ্গেল মাদার হিসেবেই তিনি সন্তানকে আনতে চান। স্পষ্ট বলছেন, আমার জীবনটা আমারই, এ ব্যাপারে কাউকে কৈফিয়ত দেয়ার দায় আমার নেই। ভারতে সিঙ্গেল মাদার কনসেপ্ট অবশ্য চালু আছে। নুসরাত এখন সন্তানকে নিয়েই সব ভাবনা ভাবছেন। বলছেন, ছিলাম এক, হয়ে যাব দুই। দায়িত্বতো বাড়লোই।