খেলা

আবারো জার্মানির বর্ষসেরা লেভানডোভস্কি

স্পোর্টস ডেস্ক

২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ৯:৩০ অপরাহ্ন

টানা দ্বিতীয়বারের মতো জার্মানির বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেভানডোভস্কি। গত বছরও পুরস্কারটি জিতেছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার। এবার সেরা হওয়ার লড়াইয়ে টমাস মুলার ও আর্লিং হালান্দকে হারিয়েছেন তিনি। মুলারের চেয়ে ৩১৫ ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন লেভানডোভস্কি। বরুশিয়া ডর্টমুন্ডের হালান্দের চেয়ে ৩১৮ ভোট বেশি পান ৩২ বছর বয়সী মিউনিখ তারকা। দ্বিতীয়বারের মতো সেরা হয়ে লেভানডোভস্কি বলেন, ‘আমি জানি এটা অনেক সম্মানের। আমার কাছে এটা অনেক গর্বের এবং আনন্দের। কারণ খুব কমই জার্মানিতে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হওয়া যায়।’ ২০২০-২১ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখকে টানা নবম লীগ শিরোপা জেতাতে রেখেছেন মুখ্য ভূমিকা। ভেঙেছেন গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। গত মৌসুমে লিগে ২৯ ম্যাচে ৪১ গোল করেছেন লেভানডোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে বাভারিয়ান স্ট্রাইকারের গোলসংখ্যা ৪৮ ম্যাচে ৪৮টি। এদিকে জার্মানির বর্ষসেরা কোচ হয়েছেন চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লীগ জেতানো টমাস টুখেল। সেরা হওয়ার লড়াইয়ে তিনি হারিয়েছেন বায়ার্ন মিউনিখের হ্যান্সি ফ্লিক ও বরুশিয়া ডর্টমুন্ড কোচ এডিন তারজিককে।

বর্ষসেরা হওয়ার পর টুখেল বলেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞতার সঙ্গে পুরস্কারটি গ্রহণ করছি। এটা অনেক সম্মানের। এটা দলের কারণেই হয়েছে। আমি নিজেকে সবসময় দলের একজন খেলোয়াড় মনে করি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status