বাংলারজমিন

‘গাজীপুরের আজিমউদ্দিন কলেজ আধুনিকায়ন হবে’

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০২১-০৭-২৭

গাজীপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আজিমউদ্দিন কলেজের চারপাশে আধুনিকায়ন, মসজিদের অবকাঠামো উন্নয়ন ও ক্যাম্পাসের বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের সুযোগ-সুবিধা এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান নিশ্চিতকরণে কাজ করবেন বলে জানিয়েছেন নগর মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি এই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রথম সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেছেন। সভায় কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হাওলাদারসহ শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে তাদেরকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নগর মেয়র।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status