বিনোদন
ঈদের ৭ম দিনের টিভি আয়োজন
স্টাফ রিপোর্টার
২০২১-০৭-২৭
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে বরাবরই টিভি চ্যানেলগুলোর থাকে নানা আয়োজন। করোনা পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হচ্ছে না। দেশের প্রতিটি চ্যানেলে ঈদ আয়োজনে থাকছে সিনেমা, নাটক, টেলিছবি, সংগীতানুষ্ঠান ও ম্যাগাজিনসহ আরও নানা অনুষ্ঠান। আজ ঈদের ৭ম দিনে এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম করিতে ইচ্ছুক’। রচনা ও পরিচালনায়-মাহমুদুল হাসান রানা। অভিনয়ে ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা প্রমুখ। বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম -‘দ্য মাস্টারমাইন্ড-ধোঁকা’। রচনায়-গুলশান হাবিব রাজীব। পরিচালনায়- গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে- সালাহ্উদ্দিন লাভলু, মনোজ কুমার প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, দীপক সুমন, হিন্দোল রায়, মাজহারুল ইসলাম জুয়েল, খায়রুল পলিন, রকি খান, শামান্তা, রূপকথা, সুচনা, পথিক সোহেলসহ আরও অনেকে। এনটিভিতে আজ রাত ১১ টায় প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পরাণের মানুষ’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার। পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, মাসুম বাশার, বৈদ্যনাথ সাহা, রাশেদা রাখী, নাছিম রেজা শোভন, এস এইচ সুমন প্রমুখ। আরটিভিতে রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘বিগ বস’। রচনায় বরজাহান হোসাইন। পরিচালনা ফরিদুল হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ। দীপ্ত টিভিতে বাংলা সিনেমার গান নিয়ে দুপুর ১২টা ১০ মিনিটে থাকছে ‘আমাদের ছবি আমাদের গান’। এতে বাংলাদেশের সিনেমার জনপ্রিয় গানের নির্বাচিত সংকলন দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। গৌরব সরকারের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়া। বৈশাখী টিভিতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রূপকথা’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন, সামিনা চৌধুরী, সাহাদৎ হোসেন, শিমরিন লুবাবা, শপ্তর্ষী প্রমুখ। রচনা ও পরিচালনায় তারিক মুহম্মদ হাসান।