দেশ বিদেশ
থাইল্যান্ডে একদিনে আক্রান্ত ১৫,৩৭৬
মানবজমিন ডেস্ক
২০২১-০৭-২৭
গতকাল সোমবার একদিনে থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৭৬ জন। এ নিয়ে সেখানে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৫ লক্ষাধিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, এদিন করোনায় নতুন করে মারা গেছে ৮৭ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪১৪৬ জন। ডিপার্টমেন্ট অব ডিজিজ কন্ট্রোল বলেছে, আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে রাজধানী ব্যাংককে সংক্রমণ কমে আসতে পারে।