খেলা

পাকিস্তানের সিরিজে করোনার ধাক্কা

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২১, সোমবার, ১১:৫০ পূর্বাহ্ন

জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনার সংক্রমণ হওয়ায় দুই দিন পিছিয়ে যায় চলমান ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। এর প্রভাব পড়েছে পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার। সেটি হচ্ছে না বলে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। উইন্ডিজ বোর্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ কমিয়ে ফেলার। নতুন সূচি অনুযায়ী, বাতিল করা হয়েছে প্রথম টি-টোয়েন্টি এবং বুধবার থেকে শুরু হবে চার ম্যাচের সিরিজটি।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘পিসিবির সঙ্গে মিলে সম্ভাব্য নানান সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই বোর্ডই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল করতে রাজি হয়েছে। সফরের বাকি ম্যাচ আগের সূচিতেই হবে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status