শেষের পাতা

৭ই আগস্ট থেকে দেশজুড়ে টিকার ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার

২৬ জুলাই ২০২১, সোমবার, ৯:৩২ অপরাহ্ন

 আগামী ৭ই আগস্ট থেকে সারা দেশে ৬ দিনব্যাপী করোনার টিকা দেয়ার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই সময় কমপক্ষে ৬০ লাখ লোককে টিকা দেয়ার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য বিভাগ। সূত্র জানিয়েছে, টিকাদান কেন্দ্রে আসার আগে সঙ্গে জাতীয় পরিচয়পত্র আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দ্রুতই ঘোষণা দেয়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক মানবজমিনকে বলেন, তারা এমন একটি নির্দেশনা পেয়েছেন। তবে দিনক্ষণের বিষয়ে তিনি কিছুই জানেন না।
এদিকে দেশে টিকা নিতে গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন মানুষ নিবন্ধন করেছেন। গতকাল পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন, ফাইজারের টিকা ৫০ হাজার ২২৩ জন, সিনোফার্মের ১৩ লাখ ২৬ হাজার ২১২ জন এবং মডার্নার ৩ লাখ ৬৩ হাজার ৯০৪ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন অ্যাস্ট্রাজেনেকার ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন, ফাইজারের ২৮৮ জন এবং সিনোফার্মের ৭ হাজার ৫৯১ জন। মডার্নার দ্বিতীয় ডোজ টিকা এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। প্রসঙ্গত, গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় ডোজ শুরু হয় ৮ই এপ্রিল থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status