শেষের পাতা

৩৮ পুলিশ কর্মকর্তার র‍্যাবে পদায়ন বাতিল

স্টাফ রিপোর্টার

২৬ জুলাই ২০২১, সোমবার, ৯:৩১ অপরাহ্ন

বেতন-ভাতাদি উত্তোলনের সুবিধার্থে পুলিশ সুপার পদমর্যাদার ৩৮ কর্মকর্তার র‌্যাবে পদায়ন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বেতন-ভাতাদি উত্তোলনের সুবিধার্থে র‌্যাব উপ-পরিচালক পদে পদায়ন বাতিল পূর্বক ‘পুলিশ সুপার’ পদমর্যাদার ৩৮ কর্মকর্তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্তি প্রদান করা হলো পদোন্নতি পাওয়া ৪৮ জন পুলিশ কর্মকর্তাকে র‌্যাবে পদায়ন করে গত ১৬ই মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে র‌্যাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের কোথায় পদায়ন না হওয়ার কারণে গত ৩ মাস থেকে বেতন পাচ্ছিলেন না। এতে ওই ৩৮ এসপি মানসিক হতাশায় ভুগছিলেন বলে ভুক্তভোগী সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা একাধিকবার বৈঠকে বসলেও কোনো সমাধান বের করতে পারেনি। পরে তাদের মধ্যে থেকে ৯ জনকে গত ১লা জুলাই র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে নিয়োগ দেয়া হয়। র‌্যাব জানিয়েছে, তারা র‌্যাবের ট্রেনিং পাওয়ার কর্মস্থলে যোগ দিয়েছেন। বিধি লঙ্ঘন করে মোবাইলে কথা বলার কারণে বাকি একজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৪ সালে র‌্যাব গঠনের পর একই বছরের ১৯শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে র‌্যাব’র জন্য মঞ্জুরিকৃত ৫ হাজার ৫২১টি পদে বিভিন্ন বিভাগ, বাহিনী ও সংস্থা থেকে কর্মকর্তা-কর্মচারী প্রেষণে নিয়োগের জন্য কোটা পুনর্নির্ধারণ করা হয়। এতে উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) থেকে ৪৪ শতাংশ, পুলিশ থেকে ৪৪ শতাংশ, বিজিবি থেকে ৬ শতাংশ, আনসার ও ভিডিপি থেকে ৪ শতাংশ, কোস্টগার্ড থেকে এক শতাংশ ও সিভিল প্রশাসন থেকে এক শতাংশ কোটা নির্ধারণ করা হয়। এর মধ্যে এএফডি থেকেই সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের বেশি পদায়ন করা হয় র‌্যাব-এ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status