খেলা

৯ বাঁ-হাতি ব্যাটসম্যান খেলিয়ে বাংলাদেশের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

২৬ জুলাই ২০২১, সোমবার, ৯:১৭ অপরাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ যত এগিয়েছে বাংলাদেশ দলে তত বেড়েছে বাঁহাতি ব্যাটসম্যানদের উপস্থিতি। তাতে টানা দুই ম্যাচে হয়েছে রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ৯ বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর রেকর্ড এখন বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ছিলেন ৭ বাঁহাতি ব্যাটসম্যান। চার ডানহাতি ব্যাটসম্যানের একজন লিটন দাস ম্যাচের মাঝপথে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। পরের দুই ম্যাচে আর খেলেননি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ আনে দুটি পরিবর্তন। মোস্তাফিজুর রহমানের জায়গায় আসেন তাসকিন আহমেদ, তিনি ডানহাতে বল করলেও ব্যাটিং করেন বাঁ হাতে। লিটনের জায়গায় শামীম হোসেনের অভিষেক হলে, বাঁহাতি ব্যাটসম্যান বাড়ে আরেক জন। ৮ বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে রেকর্ড গড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সেটাই ছিল সর্বোচ্চ বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর ঘটনা। হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভেঙে গেল সেই রেকর্ডও। মেহেদি হাসানের জায়গায় নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান হলো ৯ জন। তাসকিনের মতো ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাট করেন বাঁহাতে। দুই তরুণ আফিফ হোসেন ও শামীম ডানহাতি অফ স্পিনের পাশাপাশি ব্যাটিং করেন বাঁহাতে। সিরিজ নির্ধারণী ম্যাচে ডানহাতি ব্যাটসম্যান কেবল অধিনায়ক মাহমুদুল্লাহ ও নুরুল হাসান সোহান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status