এক্সক্লুসিভ

মা ডাক শোনা হলো না রত্নার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

২৬ জুলাই ২০২১, সোমবার, ৭:১২ অপরাহ্ন

আর ক’দিন বাদে কোলজুড়ে সন্তান আসার কথা ছিল নূরুন্নাহার রতœা’র। কিন্তু সন্তানের মুখে মা ডাক শোনা হলো না তার। প্রাণঘাতী করোনার কাছে হার মানতে হলো রতœাকে। সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার অকাল মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত নূরুন্নাহার রত্না (৪০) বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সানু মুন্সীর মেয়ে।
নূরুন্নাহার রত্না কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যান। মৃত নূরুন্নাহার রত্না সাড়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি খুলনার পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে শিক্ষকতা করতেন। এ ছাড়া বয়রা মহিলা কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে নড়াইলের করিম হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গতকাল সকালে নূরুন্নাহার রতœা’র লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে পিতৃালয়ের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এ ব্যাপারে মৃত নূরুন্নাহার রতœা’র চাচাতো ভাই মুন্সী মো. নাহিদুজ্জামান জানান, রতœা একজন অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন। রাজনীতির পাশাপাশি একজন আবৃত্তি শিল্পী ছিলেন। সদালাপী, মিষ্টভাষী ও তার মতো একজন পরোপকারী মানুষকে এভাবে অকালে চলে যেতে হবে কখনো ভাবতে পারিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status