খেলা

অলিম্পিক ফুটবলে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২১, রবিবার, ৫:৩৯ অপরাহ্ন

টোকিও অলিম্পিকসে আর্জেন্টিনার ফুটবল অভিযানের শুরুটা ছিল হতাশাজনক পরাজয়ে। আসরে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরিষ্কার ২-০ গোলে পরাজিত হয় আর্জেন্টাইনরা। তবে দ্বিতীয় ম্যাচে কাক্সিক্ষত জয় পেলো ২০০৮ সালে সর্বশেষ এ ইভেন্টের সোনা জেতা আর্জেন্টিনা। রোববার সাপ্পোরো দোমে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মিশরকে ১-০ গোলে হারায় তারা।
অপর ফুটবল শক্তি স্পেনকে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্রতে রুখে দেয়া মিশর এদিন আর্জেন্টিনাকেও আটকে রাখে প্রথমার্ধে। ৫২তম মিনিটে আর পারেনি তারা; ফাকুন্দো মেদিনার গোলে এগিয়ে যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টে দুইবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচে মোট ১১টি শট নেয় আর্জেন্টিনা, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। মিশরেরও ৮ শটের দুটি লক্ষ্যে ছিল। ম্যাচে আর্জেন্টিনা ১১টি ও মিশর ১৫টি ফাউল করে।
অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এদিন ‘এ’ গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারায় ফুটবলের আরেক ‘পাওয়ার হাউস’ ফ্রান্স। প্রথম ম্যাচে ফরাসিরা মেক্সিকোর বিপক্ষে উড়ে গিয়েছিল ৪-১ গোলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status