অনলাইন

ইউক্রেনিয়ান জমজ বোনের কাছে স্বপ্নভঙ্গ সানিয়াদের

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২১, রবিবার, ৪:২৮ অপরাহ্ন

অলিম্পিক টেনিসে শুরুতেই স্বপ্ন ভাঙলো ভারতের। নারী দ্বৈতের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতীয় জুটি সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। রোববার ভারতীয়দের হতাশায় ডোবান ইউক্রেনিয়ান জমজ বোন নাদিয়া কিচেনক ও লিদুমিলা কিচেনক। আরিয়াকে টেনিস পার্কে প্রথম সেটে দাপুটে জয় পান সানিয়া-অঙ্কিতা জুটি। প্রতিপক্ষ ইউক্রেনিয়ান জুটিকে কোনো উল্লাসের সুযোগ না দিয়ে পরিষ্কার ৬-০ গেমে জিতে নেন ম্যাচের প্রথম সেট। কিন্তু পরে ঘুরে দাঁড়ান ইউক্রেনিয়ান দুই বোন। টাইব্রেকে দ্বিতীয় সেট ৭(৭)-৬(০) জিতে নেন কিতেনক জমজ। ১-১ সেটের সমতায় ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকে। এখানে লড়াই শেষে হেরে যান সানিয়া-অঙ্কিতা। এতে প্রথম রাউন্ড থেকেই তল্পিতল্পা গুটাতে হয় তাদের।
এদিন ম্যাচের এক পর্যায়ে সানিয়া-অঙ্কিতা জুটিকেই ফেভারিট দেখাচ্ছিল। দ্বিতীয় সেটে ভারতীয় জুটি এগিয়ে যান পরিষ্কার ৫-২ গেমে। কিন্তু লড়াকু টেনিসে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে দ্বিতীয় সেট টাইব্রেকে নিয়ে যান নাদিয়া-লিদুমিলা। আর হতোদ্যম সানিয়া-অঙ্কিতা টাইব্রেকে হেরে যান একপেশে ৭-০ ব্যবধানে। ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকে। এখানেও ছিল নাটকীয়তা। শুরুতে পরিষ্কার ৮-০তে পিছিয়ে পড়েন সানিয়া-অঙ্কিতা। সেখান থেকে আবার ৮-৮ সমতায় ফেরেন তারা। তবে মাথা ঠান্ডা রেখে পরের দুই পয়েন্ট আদায় করে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন নাদিয়া-লিদুমিলা জুটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status