বাংলারজমিন
ভারত থেকে আসা অক্সিজেন সিরাজগঞ্জে খালাস শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি
২০২১-০৭-২৫
ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ২শ’ টন তরল অক্সিজেন। ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনটি বেনাপল হয়ে রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌছায়। লিনডা বাংলাদেশ নামক প্রতিষ্ঠান এই অক্সিজেন আমদানি করেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে
পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ১০টি কন্টিনারে আসা এই তরল অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ মানবজমিনকে জানান, চলমান করোনা সংকটে আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডা বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে। যা এখান থেকে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে পৌঁছলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, সিভিল সার্জন ডা. রামাপদ রায়, লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার, বঙ্গবন্ধু পশ্চিম থানা পুলিশ, রেলওয়ে
পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর ১০টি কন্টিনারে আসা এই তরল অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ মানবজমিনকে জানান, চলমান করোনা সংকটে আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন লিনডা বাংলাদেশ ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে। যা এখান থেকে খালাসের পর দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।