বাংলারজমিন

সীতাকুণ্ডের দুস্থ মানুষের পাশে আলাউদ্দিন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ জুলাই ২০২১, রবিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

এই করোনাকালীন অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন। করোনায় আক্রান্ত রোগীদের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করাচ্ছেন। আবার তাদের চিকিৎসার খবরও নিচ্ছেন তিনি। স্থানীয় এলাকাবাসী জানান, সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনা মহামারীতে রাত-দিন অসহায় বিভিন্ন পরিবারের কাছে নিজস্ব অর্থায়নে মানবিক সহায়তা নিয়ে ছুটে যান তিনি। তার ব্যতিক্রমী কিছু সামাজিক কর্মকা- ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। তিনি মানবজমিনকে বলেন, মানুষের সেবা করতে পারলে আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করি। সততা, কর্মনিষ্ঠা আর মানবসেবাই হোক ধর্ম। মূলত এ উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করেন তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ প্রকৃত জনসেবার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আরো অর্জন করতে পারে মানুষের শ্রদ্ধা ও ভালবাসা। আর সকল লোভ, লালসা, অর্থ মোহের ঊর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই স্মরণীর হয়ে আছেন মানুষের হৃদয়ে। ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে জানা যায়, দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালবাসে।
জয়নাল, বশর, কালাম, তসলিমা আক্তার, লিমা, আনোয়ারা বেগম সহ একাধিক মানুষ তার জন্য দোয়া করেন এবং বলেন, উন্নয়নের ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন এবং গরিবের বন্ধু হিসেবে সোনাইছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিনি পরিচিত। দীর্ঘদিন যাবৎ তিনি সামাজিক অবক্ষয় রোধ ও সমাজ সেবায় তৎপর রয়েছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এতিমখানা ও অসহায় গরীব দুঃখীদের আর্থিকভাবে তিনি সাহায্য করে যাচ্ছে এবং করোনার মধ্যে এলাকার হতদরিদ্র মানুষেদেরকে রাত দিন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এ মানুষটি নিজের সাফল্যের কারণে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন এবং পেয়েছেন অসংখ্য পুরস্কার। সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ির ইউনিয়নের সমাজসেবী হিসেবে সমাজে বিবেচিত এবং যিনি এলাকার ছোট-বড়, যুবক, বৃদ্ধ সবার কাছে গরীবের বন্ধু বলে পরিচিত পেয়েছেন। আওয়ামী লীগের এ নেতা বলেন, মহামারি করোনায় সরকার ঘোষিত লকডাউনে তার মানব সেবা অব্যাহত থাকবে বলে তিনি দাবি করেন।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status