খেলা

আইরিশদের হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

২৫ জুলাই ২০২১, রবিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। এবার দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেলো আয়ারল্যান্ড।
শনিবার রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৪৯ রানের বড় ব্যবধানে জয় পায় প্রোটিয়ারা। আগে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে থামে আইরিশদের ইনিংস। ৭২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক টেম্বা বিভুমা। হয়েছেন ম্যাচ সেরা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজ আগেই জিতে যাওয়ায় নিয়মিত একাদশের পাঁচজনকে বিশ্রামে পাঠায় প্রোটিয়া শিবির।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু কওে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতেই শতাধিক (১২৭) রান তোলে তারা। বাভুমা (৫১ বলে ৭২) ও রিজা হেনরিক্স (৪৮ বলে ৬৯) দুই ওপেনারই অর্ধশতরান করেন।
উইকেট না পেলেও প্রোটিয়াদের রানের গতিকে নিয়ন্ত্রণেই রেখেছিলেন সিমি সিংরা। তবে শেষ ১০ ওভারে ১২৬ রান করে আয়ারল্যান্ডের সামনে ১৯০ রানের লক্ষ্য রাখে বাভুমার দল। বিধ্বংসী মেজাজে ১৭ বলে ৩৬ রান করেন ডেভিড মিলার। আইরিশদের হয়ে সবচেয়ে ভাল বল করেন সিমি সিং। ৪ ওভারে ২৭ রান খরচ করে একটি উইকেট নেন তিনি।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৯৪ রানেই ৭ উইকেট হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নিও ২৭ রান ছাড়া টপ অর্ডারদের কেউই ২০-এর কোটা অতিক্রম করতে পারেনি।
শেষ দিকে ব্যারি ম্যাকার্থি ১৩ ও ক্রেইগ ইয়ং ২২ রান করে পরাজয়ের ব্যবধান কমান।
দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস, জর্জ লিন্ডে ও উইয়ান মাল্ডার ২টি করে উইকেট নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status