বাংলারজমিন

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৫ জুলাই ২০২১, রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ টি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাজারো লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় লোকজন জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক গ্রামের বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী আক্তার মিয়ার কাপড়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে আক্তার মিয়ার কাপড়ের দোকান সহ বাজারের ব্যবসায়ী ওদুদ মিয়ার ভুষিমাল, সাত্তার মিয়ার ইলেকট্রনিক, এমদাদুল হকের জুয়েলারি, মরম আলীর কাঁচামালের দোকানসহ ৮ টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
স্থানীয় ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম রাসেল বলেন, আগুনে কমপক্ষে ৮ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বর্ষা মৌসুম হওয়ায় হাওর ভরা পানি ছিল। ফলে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জ ও দিরাই ফায়ার সার্ভিসের দুই ইউনিট ছুটে গেলেও যোগাযোগ ব্যবস্থা না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। সড়কপথে ভাটিপাড়া বাংলাবাজার সড়কের খানিকটা গিয়ে জলমগ্ন সড়কে থমকে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। ঘন্টাখানেক চেষ্টা করেও ঘটনাস্থলে যাবার ব্যবস্থা করতে না পেরে ফিরে আসে ফায়ার সার্ভিসের লোকজন। দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করি। যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমরা যেতে পারিনি। সংশ্লিষ্টরা নৌকার ব্যবস্থাও করে দেননি। উর্ধ্বতনদের বিষয়টি জানাই। সরেজমিন দেখতে আসেন সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম স্যার। উনার উপস্থিতিতেও আমরা ঘটনাস্থলে যাবার চেষ্টা করে ব্যর্থ হই। পরে ইউএনও স্যারের সাথে আলোচনা করে ফিরে আসি। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তিনি বলেন, শুরুতে ঘটনাস্থলে যেতে পারলে হয়তো ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status